আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা কি আসলেই স্বাধীন? আমাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কি আমাদের মালিকানায়? আমাদের শরীরের প্রতিটা অঙ্গ দিয়ে যা মন চায় তাই করতে পারবো? ইসলামের কেউই স্বাধীন নয়। এমনকি অবলা গাছপালা কিংবা হিংস্র জীব-জানোয়াররাও স্বাধীন নয়। সবাই একক হুকুমের অধীনে পরিচালিত হয়। সবাই পরাধীন। সবাই একজনের গোলাম। মনে রাখতে হবে, আমরা কেউই নিজের মালিক না। আমরা সকলেই মহান আল্লাহর মালিকানায় থাকা এক সামান্য সৃষ্টি। একজন নির্দিষ্ট সত্তাকে কেন্দ্র করেই আমাদের জীবন পরিচালিত হয়। সর্বোপরি সবাই মহান আল্লাহর কর্তৃত্বের কাছে পুরোপুরি দায়বদ্ধ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বরিশাল জেলার মুলাদি উপজেলাধীন চরগাছুয়া দারুসসুন্নাত ছালেহীয়া দ্বীনিয়া ও হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা প্রধান অতিথির আলোচনায় একথা বলেন। মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।