কয়রা-পাইকগাছা আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতিকের পক্ষে ভোট চেয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধা ৭ টায় কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা সরকারি পুকুরপাড় হয়ে কালিপদোর মোড় ঘুরে ঝিলিয়াঘাটা গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, এম এ করিম, আবু হাসান,রবিউল ইসলাম, যুবদল নেতা আনারুল ইসলাম ডাবলু, সরদার মাসুদুর রহমান, শেখ আল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম মুন্না, ইউসুফ আলী, কৃষক দল নেতা জালাল উদ্দীন, আবু ইছা, ছাত্র নেতা মামুন, মাশরাফি প্রমুখ।