চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়ন পূর্বে থেকেই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত।এবার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আরো এক মেম্বারসহ আওয়ামী লীগের তিন নেতার নেতৃত্বে একযোগে প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজরাজেশ্বর ইউনিয়নের গোয়ালনগর পাটওয়ারী বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ইউনিয়নে ধানের শীষের প্রধান সমন্বয়কারী ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারের হাত ধরে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ বকাউল, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবু বকর পাটোয়ারী, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য মো. জাহাঙ্গীর সরকার প্রায় তিন শতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় নবাগত নেতাকর্মীদের ইউনিয়ন বিএনপি'র পক্ষ থেকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তারা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে এবং বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ভালোবেসে বিএনপিতে যোগদান করেছেন।যোগদানকৃতরা আগামীর রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজী,সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাসেম চোকদার। উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন প্রধানিয়া,ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার, থানা সমন্বয়কারী মাসুদ রায়হান, আমিন গাজী, বিএনপি নেতা জয়নাল বেপারী, শ্রমিক নেতা নয়ন, আইনজীবী নেতা অ্যাড.শামীম হোসেন প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে প্রধান সমন্বয়কারী ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন মো. বাবর বেপারি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এর ইতিবাচক প্রভাব আসন্ন সংসদ নির্বাচনের ভোটের মাঠে প্রতিফলিত হবে। তিনি বলেন, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপি অধ্যুষিত এলাকা। যোগদানকারী নেতা-কর্মীরা চাঁদপুর ৩ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক কে খুবই ভালোবাসেন। তারা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।