জেঠার বাড়ি থেকে ফেরার পথে সড়ক দূঘটনায় মারা গেলো এবারের এসএসসি পরীক্ষার্থী পুষ্প (১৫)। সে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বেলা ২টা ৩০ মিনিটে রাস্তা পাড়াপাড়ের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মারা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন পূর্বে দাউদকান্দি টোল প্লাজার কাছে জেঠা রতন পাটওয়ারীর বাসায় বেড়াতে যায় পুষ্প। আজ বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় বাসের চাকায় পৃষ্ঠ হয় পুষ্প। আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। সে মতলব পৌর এলাকার পৈলপাড়া পাটওয়ারী বাড়ীর কমল পাটওয়ারীর মেয়ে। তার বাবা ঢাকায় চাকুরী করে। তারা এক ভাই ও এক বোন ছিলো। ছোট ভাই জোবায়ের মতলবগঞ্জ জে.বি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পুষ্পের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাহের হোসেন জানান, সে আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিল। তার মৃত্যুর খবর সহপাঠীরা জানলে কান্নার রোল পড়ে যায়। শিক্ষক ও শিক্ষার্থীদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠেছে। প্রধান শিক্ষক মো. শাহআলম জানায়, এ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলো পুষ্প। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।