দিঘলিয়া বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৮:২৪ পিএম
দিঘলিয়া বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি-২০২৬) অত্যান্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মল্লিকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবের আমেজ ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার একঝাঁক কলম সৈনিক সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বিশ্বাস, মাস্টার নজির আহম্মেদ এবং বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য শেখ মোহাম্মদ আলী মিন্টু, আরিফুল ইসলাম হাসান ও মোঃ রফিকুল ইসলাম, এস এম শামীমুল ইসলাম ও ইয়াসিন আলী মোড়ল, মোঃ আলাউদ্দিন। সংবাদকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবিদ আজাদ এবং তথ্য বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত ছিল। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সভাপতি এম সিদ্দিক উজ্জামান এবং অভিভাবক প্রতিনিধি সৈয়দ রাশেদুজ্জামান। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে