টাঙ্গাইলের দেলদুয়ারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থিকে অর্থদন্ড করেছে ব্রাম্যমান আদালত। বুধবার রাত সাড়ে ৭টায় উপজেলা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জাঙ্গালিয়া দুল্যা বাজারে জামায়াতের নির্বাচনী প্রচারণাকালে এ অর্থ দন্ড দেয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন দুল্যা বাজারে গণসংযোগের নিমিত্তে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। বাদ মাগরিব রান্না শেষ হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেসিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ ডেগ খিচুরি জব্দ করেন। এ সময় নির্বাচনী আচরণ বিধি লঙ্খনের দায়ে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপরাধে জামায়াত প্রার্থির প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩ ডেগ খিচুরি জব্দ করে পার্শ্ববর্তী এতিমখানায় সরবরাহ করা হয়েছে।