কুমিল্লার হোমনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোমনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের। এর আগে মঙ্গলবার একই উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি বণিক। অভিযানকালে বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো তদারকি করা হয়। সংশ্লিষ্টদের সতর্ক এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আচরণবিধি মানা অত্যন্ত জরুরি। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে আচরণবিধি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।