নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুরে অগ্নিকান্ডে একটি হিন্দু পরিবারের দুইটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারটি। ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত বুধবার ২৭ জানুয়ারী রাত ৩ টারদিকে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সাহা বাড়ির টিটু সাহা ও তারেক সাহার ঘরে। এসময় বাড়িতে কেউ ছিলোনা। ওই বাড়ির বাসিন্দা সেনবাগ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা জানান, রাত ৩ টার তাদের বাড়ি টিটু ও তারেক সাহার বসতঘে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। এসময় স্থানীয় আশপাশ্বের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় ও সেনবাগ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিরে লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয় সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে একটি বসতঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। তিনি জানান, যে ঘরে আগুন লেগেছে দীর্ঘদিন থেকে ওই ঘরে কেউ বসবাস করতো না। ওই সময় বিদ্যুৎ ছিলো কিনা জিজ্ঞাসা করলে তিনি জানান, বিদ্যুৎ লাইন ছিলো কিন্তুু সেটির সংযোগ বিচ্ছিন্ন ছিলো কিনা সেটি তিনি নিশ্চিত করতে পারেননী। অগ্নিকান্ডের খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষয়ক্বষতির বিষয়ে জিজ্ঞাসা করলে সেনবাগ ফায়ার সার্ভিস জানায় তদন্তর্পক ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যাবে।