গফরগাঁও আসনে শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই: সিদ্দিকুর

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৬ পিএম
গফরগাঁও আসনে শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই: সিদ্দিকুর

ময়মনসিংহের গফরগাঁও আসনে শাসক নয়, আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। গফরগাঁও থেকে দুর্নীতি, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি নিরাপদ উপজেলাতে রূপান্তরের দৃঢ় অঙ্গীকার করেছেন গফরগাঁও আসনের হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান। বুধবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় আগে গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠ থেকে হাঁস প্রতীকের এক বিশাল নির্বাচনী মিছিলপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারের বিষয়ে জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ বি সিদ্দিকুর রহমান বলেন, যোগ্য মানুষকে সংসদে পাঠাতে হলে ঘরে ঘরে যেতে হবে। পাড়া-মহল্লায় মা-বোনদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন এবং হাঁস প্রতীকের ভোট চাইবেন।” এসময় বক্তব্য রাখেন মোঃ মুশফিকুর রহমান,  সাদেকুর রহমান, এম আর খায়রুল, শহিদুর রহমান, জালাল উদ্দীন সহ আরো অনেকেই। পরে স্বতন্ত্র প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান ও অপর মনোনয়ন প্রত্যাশী মুশফিকুর রহমানের নেতৃত্বে হাঁস প্রতীকের বিশাল নির্বাচনী মিছিলটি গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে মধ্য বাজার, জামতলা মোড়, থানা মোড়, উপজেলা পরিষদ, ইমামবাড়ী ঈদগাহ মাঠ হয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এর আগে দুপুর আড়াইটার থেকে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের এ বি সিদ্দিকুর রহমানের হাঁস প্রতীকের কর্মী সমর্থকরা মিছিল সহকারে মিনি স্টেডিয়ামে জড়ো হয়। তার এই নির্বাচনী মিছিলে বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহণের স্টেডিয়াম মাঠ জনসমুদ্রের রূপ নেয়। উপস্থিত জনতা হাঁস মার্কার পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে পুরো স্টেডিয়াম এলাকা মুখরিত করে তুলে।

আপনার জেলার সংবাদ পড়তে