কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে তিন দিনব্যাপী পোলিং এজেন্টদের নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।আল্লাহর দরগা নুরুজ্জামান বিশ্বাস মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা শামীম রেজা মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সেক্রেটারি আলহাজ বিল্লাহ হোসেন। প্রশিক্ষক ছিলেন বিএনপিনেতা মোঃ হারুন অর রশিদ হারুন, অধ্যাপক মাহবুব লস্কর, মোঃ রফিকুল ইসলাম রিপন, গোলাম কুদ্দুস। এ প্রশিক্ষণে প্রায় ১১ শত পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেয়া হয়।