নির্বাচনের মাঠে জনসমর্থনে এগিয়ে থাকায় চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে ভুয়া ‘ভোটার সম্মানী রশিদ’ ছড়িয়ে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি এসব ভুয়া কাগজ সাধারণ ভোটারদের বিভ্রান্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আসলাম চৌধুরীর নাম ব্যবহার করে একটি বিতর্কিত ‘ভোটার সম্মানী রশিদ’ ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষের একটি কুচক্রী মহল একাধিক ফেইক আইডি ব্যবহার করে এসব ভুয়া রশিদ প্রচার করে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে এক বিবৃতিতে আসলাম চৌধুরীর মিডিয়া উইং কর্মকর্তা আবু তাহের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথাকথিত ‘ভোটার সম্মানী রশিদ’ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এটি এআই প্রযুক্তি কিংবা ফটোশপের মাধ্যমে তৈরি একটি জাল কাগজ ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভীত হয়েই একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে নোংরা ও হীন অপকৌশলের আশ্রয় নিচ্ছে। জনগণের ভালোবাসা ও আস্থায় গড়ে ওঠা একজন নেতার ভোট কেনার কোনো প্রয়োজন নেই। টাকা দিয়ে ভোট কেনার রাজনীতির সঙ্গে তার নাম জড়ানোর অপচেষ্টা সম্পূর্ণ হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রধান নির্বাচনী এজেন্ট মোঃ মোরসালিন আমার দেশকে বলেন, সীতাকুণ্ড সংসদীয় আসনে মোট ৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এদের মধ্য থেকেই কেউ বা কোনো মহল ভুয়া ‘ভোটার সম্মানী রশিদ’ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত রয়েছে, যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফখরুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব ফেইক আইডি থেকে এসব অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফখরুল ইসলাম আমার দেশকে বলেন, ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অপপ্রচারকারীদের শনাক্ত করতে থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আমার দেশকে বলেন, বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ফেসবুক অপপ্রচারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।