বরিশাল-৩ আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে সংশয়: ফুয়াদ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ১১:৫৬ এএম
বরিশাল-৩ আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে সংশয়: ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ)। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি ফ্যাসিবাদী সরকারের সময়ের মতো কোনো একটি পক্ষের ভূমিকা পালন করে, তাহলে দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বায়লাখালী মাস্টার বাড়িতে অনুষ্ঠিত ঈগল প্রতীকের এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জাকির হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে  ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া আরও বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। মাঠপর্যায়ে প্রশাসন নিরপেক্ষ না থাকলে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি অভিযোগ করে বলেন, তার নেতাকর্মীদের ওপর একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছেছে, যা নির্বাচনী আচরণবিধি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তিনি আরও দাবি করেন, একটি ‘হেভিওয়েট’ প্রার্থীর পক্ষে নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে শক্তি প্রয়োগ ও ষড়যন্ত্র করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, অ্যাডভোকেট রুহুল আমিন খায়ের, মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে