ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দিগঞ্জ) আসনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের বলেছেন, জনতার রায়ে নির্বাচনে বিজয়ী হতে পারলে সবধরনের উন্নয়ন থেকে বঞ্চিত বরিশাল-৪ আসনকে উন্নয়নের চাঁদরে মুড়িয়ে দিবো। মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নে ২৮ জানুয়ারি দিনভর হাত পাখা মার্কার প্রার্থী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়েরের গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। দড়িচর খাজুরিয়া এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি আরও বলেছেন, আমাদের এই জন্মভূমি সুজলা-সুফলা, সুন্দর একটি দেশ। আর এই দেশটাকে আরো সুন্দর করতে দরকার হলো উন্নত যাতায়াত ব্যবস্থাসহ যাবতীয় উন্নয়নের ছোঁয়া। আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার বারবার পালা বদল হয়েছে কিন্তু উন্নয়নের ছোয়ার কোন বদল হয়নি। আমাদের এই দেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে চলার কথা কিন্তু না তা হচ্ছে না। আর এর পিছনে সবচেয়ে বড় বাঁধা দুর্নীতি ও দুঃশাসন। আমরা যদি এই দেশকে দুর্নীতি ও দুঃশাসনের কবল থেকে রক্ষা করতে না পারি তাহলে কখনোই আমাদের দেশের উন্নয়ন ঘটবে না। তিনি আরও বলেন, আপনারা জানেন পতিত স্বৈরাচার সরকার এ দেশ থেকে ২৮ লাখ ৬০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এই অর্থ দিয়ে ২০০টি পদ্মা সেতু হতো। জনগণের উদ্দেশ্যে মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের বলেন, বাংলাদেশের সকল সমস্যার মূলে একমাত্র দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ। এমতাবস্থায় আগামীর বাংলাদেশকে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়তে হয় তাহলে জনগনকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেয়ার মাধ্যমে দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সদস্য মাওলানা জাফর হোসাইন, বরিশাল-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ বিন কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসেন আনছারিসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।