নদীবেষ্টিত বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, আমরা বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আমরা মানুষের বাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ জানুয়ারি মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় তিনি আরও বলেছেন, কেউ যদি জনগনের ভোটাধিকার হরণ করতে চায় তাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে রুখে দাঁড়াতে হবে। এসময় তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফ্লিড নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান করেন। তিনি দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বুড়িরপোল এলাকায় সহস্রাধিক নারী ভোটারের অংশগ্রহণে উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিয়নের লালগঞ্জ বাজার, বুড়িরপোল বাজারসহ বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে গণসংযোগ করেন। প্রচারণাকালে প্রার্থী সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অবহেলিত জনপদের প্রান্তিক জনগনের কল্যানে কাজ করার প্রতিশ্রুতি দেন। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে চলমান নানা সমস্যার স্থায়ী সমাধানে তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধির অপেক্ষায় রয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতিশ্রুতিতে তারা অনেকটা আশ্বস্ত হয়েছেন। এ সময় জামায়াতে ইসলামীর মেহেন্দিগঞ্জ উপজেলার নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আমীর মাওলানা কাজী আবুল কালাম আজাদ, ইউনিয়ন সেক্রেটারী মো. আব্দুল মালেক, গোবিন্দপুর ইউনিয়ন সভাপতি মো. ওমর ফারুক, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. রিয়াজুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।