সড়ক দূর্ঘটনায় বিএনপি নেতা'র মৃত্যু

এফএনএস (মোবারক হোসেন শিশির; দুর্গাপুর, রাজশাহী) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ১২:১১ পিএম
সড়ক দূর্ঘটনায় বিএনপি নেতা'র মৃত্যু

বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে আগমন  উপলক্ষে পুঠিয়াতে প্রচার মিছিল শেষে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  নিহত বিএনপি নেতা দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য পালশা গ্রামের আনিসুল ইসলাম আনছার (৫৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,  ২৯ জানুয়ারী রাজশাহী মাদ্রাসা মাঠে বিভাগীয় নির্বাচনী সভায় বক্তব্য রাখার জন্য বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের আগমনে ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় পুঠিয়ার বানেশ্বরে  বিএনপির প্রচার মিছিলে অংশগ্রহণ এবং পুঠিয়া-দুর্গাপুরের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পুঠিয়ায় নির্বাচনী প্রচার প্রচারণা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য পালশা গ্রামের আনিসুল ইসলাম আনছার (৫৫)।  বাড়ি ফেরার পথে বিরালদহ এলাকায়  নিজ মোটরসাইকেল পাশের মোটরসাইকেল এর সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্গাপুরের বিএনপি নেতার এই মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৫ পুঠিয়া- দুর্গাপুর আসনের বিএনপির সংসদ সদস্য মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল সহ দুর্গাপুর পুঠিয়া উপজেলার বিএনপি নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে