আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা জোরদার পাশাপাশি সীমান্ত এলাকা সিলেটকে গুরুত্ব দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যান আইন শৃংখলা বাহিনীর সাথে সমন্বয় করে ৯০ প্লাটুনে প্রায় ২,১০০ সদস্য দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট বিভাগে সিলেট সেক্টর ও শ্রীমঙ্গল সেক্টরে সর্বমোট ৯০টি প্লাটুনে প্রায় ২,১০০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। সিলেট সেক্টরের অধীনে বিজিবি সদস্যরা ০২টি জেলার ১০টি সংসদীয় আসনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়া সীমান্তবর্তী ০৬টি উপজেলা-সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জে বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী আরও ০৫টি উপজেলায় সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে এবং অন্যান্য ১২টি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দায়িত্ব পালন করা হবে। সারাদেশে নিরাপত্তা জোরদার করতে রিজিয়ন সদর দপ্তরের অধীনস্থ ০৪টি সেক্টর ও ১৩টি ব্যাটালিয়নের আওতায় ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে মোট ৩৩০টি প্লাটুনে ৬,৬০০ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র ক-৯ ইউনিটের ০৪টি প্রশিক্ষিত ডগও মোতায়েন থাকবে। দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করে সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন। বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।