এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই: ফয়সল

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ): | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০২:০৬ পিএম
এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই: ফয়সল

হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেন-আমি কাজে বিশ্বাসী। জীবনের শেষদিন পর্যন্ত কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটাতে  চাই। যে দিন রাজনীতিতে এসেছিলাম সেই দিন থেকেই মাধবপুর-চুনারুঘাটকে একটি আধূনিক উপজেলায় রুপান্তর করার জন্য কাজ শুরু করেছিলাম। ১৯৯১ সালে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনে বিএনপির কান্ডারী হিসাবে আমাকে মনোনীত করে দলে মনোনয়নপত্র দিয়েছিলেন। সেদিন থেকে আজ পর্যন্ত জসাধারন থেকে বিচ্ছিন্ন হয়নি। শত অত্যাচার-নির্যাতন,হামলা-মামলা সহ্য করে মানুষের পাশে ছিলাম। সরকারি কোন দ্বায়িত্ব ছিলাম না তবু মাধবপুর-চুনারুঘাট উপজেলায় শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করিয়েছি। আমার দলের চেয়ারম্যান তারেক রহমান মাইনরিটি শব্দে বিশ্বাসী না। হিন্দু-মুসলমান সবাই সমান। রাষ্ট্রের নাগরিক হিসাবে সমান ভাবে মৌলিক অধিকার ভোগ করবে। বিএনপি আপনাদের ভোটে রাষ্ট্রিয় ক্ষমতায় গেলে ফ্যামেলি কার্ডের মাধ্যমে মায়েদের ক্ষমতায় করা হবে। যে কার্ডের মাধ্যমে প্রত্যেক পরিবার দুই থেকে আড়াই হাজার টাকা নগদ অথবা নিত্য প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে পাবে। অপর দিকে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের বিনা মূল্যে সার,বীজ ও কৃষি উপকরণ দেয়া হবে। এলাকাবাসীর জন্য বেগম খালেদা জিয়ার শেষ উপহার আমাকে ধানের শীষের মনোনয়ন দেয়া। আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন, আমি কথা দিচ্ছি আমার এলাকায় কোন চাঁদাবাজি-সন্ত্রাসী থাকবে না। সকল নাগরিক সমান মর্যাদা নিয়ে বসবাস করবে। কেউ ােকন ধরনের অন্যায়-জুলুম করতে পারবে না। বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দূর্গাপুর, বাকশাইর, মীরনগরসহ বিভিন্ন গ্রামে উঠান বৈঠক, মত বিনিময় সভা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এসময় দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে