তরুণদের নিরাপদ, বৈধ ও তথ্যভিত্তিক অভিবাসন নিশ্চিত করতে শ্রীমঙ্গলে শিক্ষাবিষয়ক পরামর্শকদের অংশগ্রহণে একটি পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি দ্য এশিয়া ফাউণ্ডেশন এর সহযোগিতায়, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অংশীদারত্বে এবং আইডিয়া সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা বলেন, উন্নত শিক্ষা ও কর্মসংস্থানের আশায় অনেক তরুণ সঠিক তথ্যের অভাবে অবৈধ পথে বিদেশ গমনের ঝুঁকিতে পড়ছে। এতে প্রতারণা, মানবপাচার ও আর্থিক ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষাবিষয়ক পরামর্শকদের দায়িত্ব আরও বেড়েছে। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের বিদেশগমনের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া, ভিসা বিধিমালা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করা গেলে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে কলেজ, ইউনিভার্সিটি ও কোচিংভিত্তিক কাউন্সেলিং কার্যক্রম জোরদার করা জরুরি। কর্মশালার আওতায় শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের নিয়ে মিথ বাস্টিং সেশন আয়োজন করা হয়, যেখানে বিদেশে পড়াশোনা ও অভিবাসন বিষয়ে প্রচলিত ভুল ধারণা ও অতিরঞ্জিত প্রত্যাশা ভাঙার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় “ফেরত আসার গল্প” শীর্ষক সেশনে প্রবাস-ফেরত অভিবাসীরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। এসব অভিজ্ঞতায় বিদেশে যাওয়ার সাফল্যের পাশাপাশি সংগ্রাম ও সীমাবদ্ধতার কথাও উঠে আসে, যা অভিবাসনকে একপেশে সাফল্যের গল্প হিসেবে দেখার প্রচলিত ধারা ভাঙতে সহায়ক হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা অভিবাসন সংক্রান্ত স্থানীয় বাস্তবতা, তরুণদের বিভ্রান্তি ও দালালচক্রের তৎপরতা নিয়ে আলোচনা করেন এবং এসব প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষাবিদ, পরামর্শক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং তরুণদের জন্য একটি নিরাপদ ও সচেতন অভিবাসন পরিবেশ তৈরি হবে। কর্মশালায় আইডিয়া প্রকল্পের সমন্বকারী আমিনুর রহমান, সহকারি পরিচালক সামী হক, প্রজেক্ট অফিসার লিজা মনি, প্রজেক্ট অফিসার রফিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।