এসএসসির পরীক্ষক নিয়ে জরুরি নির্দেশনা, ভুল তথ্যে শাস্তি

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৩:২৯ পিএম | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০২:২১ পিএম
এসএসসির পরীক্ষক নিয়ে জরুরি নির্দেশনা, ভুল তথ্যে শাস্তি

এসএসসি পরীক্ষা ২০২৬ এর প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ভুল তথ্য দেওয়া ঠেকাতে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ই-টিআইএফ পূরণের ক্ষেত্রে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্টভাবে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা সংক্রান্ত গোপনীয় কাজ সঠিকভাবে সম্পাদনের স্বার্থে প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট সব শিক্ষককে সিটিআইএফ পূরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্দেশনা অনুযায়ী আগামী ৫ এপ্রিলের মধ্যে ই-টিআইএফ পূরণ করে বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

বোর্ডের নির্দেশনায় উঠে এসেছে, প্রধান পরীক্ষক হওয়ার আশায় অনেক শিক্ষক মাস্টার ট্রেইনার না হয়েও টিআইএফ ফরমে মাস্টার ট্রেইনার কলামে তথ্য দিয়েছেন। এই প্রবণতাকে গুরুতর অনিয়ম হিসেবে দেখছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা প্রকৃতপক্ষে মাস্টার ট্রেইনার নন, তাদের অনতিবিলম্বে ই-টিআইএফ ডাটায় সংশোধন আনতে হবে। অন্যথায় প্রতারণামূলক তথ্য দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুল তথ্য সত্যায়ন করলে প্রতিষ্ঠান প্রধানও দায় এড়াতে পারবেন না বলে জানানো হয়েছে।

শিক্ষা বোর্ডের এই নির্দেশনার ফলে পরীক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে গোপনীয় পরীক্ষার কাজে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তথ্য প্রদানে আরও সতর্ক হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে