ঐতিহ্যবাহী ঝিকরগাছা বদরউদ্দিন মুসলিম (বিএম) হাইস্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে বিদায়ী প্রধান শিক্ষক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন - বিএম হাইস্কুল অভিভাবক ফোরামের আহবায়ক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম, সহকারী শিক্ষক মোঃ বেনজির আহমেদ, মোঃ তহিদুল ইসলাম, মেহেদী হাসান সাকি, বিদায়ী শিক্ষার্থী তাজিম নাহিয়ান, সেঁজুতি বিশ্বাসসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক মোঃ বাবুল হোসেন ও নিগার সুলতানা। অনুষ্ঠানে ২৫২ জন এসএসসি পরীক্ষার্থীকে ফুলসহ বিভিন্ন পরীক্ষা সামগ্রী দিয়ে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।