বাজিতপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৩:৩১ পিএম
বাজিতপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে গত কাল বৃহস্পতিবার স্কুল মাঠে বিদ্যালয়ের সভাপতি নিয়াজ মামনুন রহমান (পুটন) এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের স্বাধীনতা ও ২৪ গণ আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। ক্রীড়া অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি নিয়াজ মামনুন রহমান (পুটন) বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শরীর চর্চা ও খেলাধুলাই হচ্ছে একমাত্র মাধ্যম। তিনি বলেন, প্রতি বছরই এই বিদ্যালয় থেকে সুনামের সহিত এসএসসি এবং এইচএসসি ফলাফল ভালো করে আসছে। আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কবির আলম শাহ্, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী অধ্যপক মিসেস নাছিমা নিয়াজ, অভিভাবক সদস্য ছিদ্দিকুর রহমান লিটু, সহকারী শিক্ষক শাহদাত মন্ডল কামরুন্নাহার মুর্শিদা। অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শাহিনুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে