মোল্লাহাটে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৮ পিএম
মোল্লাহাটে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আর্মির নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে তানিয়া আক্তার (৩৭) ও মহিবুল্লাহ (৩০) নামে এক নারী ও এক পুরুষকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আটক তানিয়া আক্তার উদয়পুর গ্রামের কবির মোল্লার স্ত্রী এবং মহিবুল্লাহ একই এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে। আর্মি সূত্র জানায়, আটককৃতদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮টি ছুরি, ২টি রামদা, ১টি চাপাতি, ৫টি অন্যান্য ছোট দেশীয় অস্ত্র এবং নগদ ৮ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক ব্যবসা ও অস্ত্র রাখার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ও অস্ত্রের তৎপরতা নিয়ে অভিযোগ ছিল। আর্মির নেতৃত্বাধীন এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন। আটক দুই জনকে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে