হোমনায় বিএনপি-স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষের ঘটনায় মামলা

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৪:০০ পিএম
হোমনায় বিএনপি-স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষের ঘটনায় মামলা

কুমিল্লার হোমনায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় হোমনা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১৫ জনকে আসামি করা হয়েছে। বুধবার ২৮ জানুয়ারি হোমনার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল হক জহর এ মামলা দায়ের করেন। জানা যায়, গত ২২ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান ও তার কর্মী-সমর্থকরা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের মরহুম আবদুল জলিল চেয়ারম্যানের কবর জিয়ারত করতে যাওয়ার সময় ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হোমনা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুলকে প্রধান আসামি করা হয়েছে। হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে