ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রশিক্ষণ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আমিরুল হোসেন চকদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: বদরুল ইসলাম। সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বনিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ইউসিসির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ ভুইয়া,ইউসিসির পরিচালক মোহাম্মদ আলী আশরাফ জমির,পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন,পরিচালক মোহাম্মদ রেজাউল আলম কচি, সমবায়ী লোকমান হোসেন মাষ্টার,পরিদর্শক মো: আক্তার মিয়া প্রমূখ । সভায় আয়-ব্যয় ও প্রতিবেদন পাঠ করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্ত মো: বদরুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন সমিতির সভাপতি/ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।