সেনবাগে বিএনপির আহবায়ক ভিপি বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৬ পিএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

নোয়াখালী২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে ধানের শীষ মার্কার পক্ষে কাজ না করে দলের সিন্ধান্ত অমান্য করে  স্বতন্ত্র প্রার্থী পক্ষে   প্রচারণা চালিয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নোয়াখালীর সেনবাগ পৌরসভা বিএনপি'র আহবায়ক ভিপি মফিজুল ইসলাম কে অব্যহতি প্রদান করেছে নোয়াখালী জেলা বিএনপি। বৃহস্পতিবার স্বারক নং- নোয়াখালী/বিএনপি/০০০.০০০১.০০১৪০ এক চিঠিতে নোয়াখালী বিএনপির দপ্তরের অতিরিক্ত  দায়িত্ব এ্যাডভোকেট রবিউল হাসান  পলাশের স্বাক্ষরিত এক চিঠিতে ওই বহিষ্কারাদেশ দেওয়া হয়। ওই বহিষ্কারের বিষয়টি অনুমোদন করেন নোয়াখালী  জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ আজাদ অনুমোদন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে