বাগেরহাট-১ আসনে (মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মোল্লাহাট উপজেলা পরিষদ চত্বরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নবগঠিত কমিটির আহ্বায়ক হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ। তিনি বলেন, তাকে আহ্বায়ক করে এবং ২৬ জনকে সদস্য করে মোট ২৭ সদস্য বিশিষ্ট বাগেরহাট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ আরও জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে এই কমিটি জামায়াতে ইসলামীর মনোনীত এবং ১১ দলীয় জোটের প্রার্থী মশিউর রহমানের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে ভোটারদের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়া এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, মোল্লাহাট উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার, জামায়াত নেতা কামরুল হাসান, মোঃ মিজানুর রহমান বাবুল, এনসিপির নেতা কাজী ফয়সাল, খায়রুল আলম দুঃখু, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।