বেনফিকার কাছে হোঁচট খেলো রিয়াল

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:১৯ পিএম
বেনফিকার কাছে হোঁচট খেলো রিয়াল

অধারাবাহিক পারফরম্যান্স ও কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোর কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিতের ম্যাচেই তারা বিপর্যস্ত হলো হোসে মরিনিয়োর বেনফিকার কাছে। প্রতিপক্ষ গোলরক্ষকের গোল, অতিরিক্ত সময়ের দুটি হলুদ কার্ডের নাটকীয় ম্যাচে রিয়াল ৪-২ ব্যবধানে হেরে নয় নম্বরে নেমে গেছে। ফলে শেষ ষোলোয় উঠতে তাদের খেলতে হবে প্লে-অফ। গত বুধবার একই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগী ৩৬ দলের সবারই খেলা ছিল। দুটি দল আগেই শেষ ষোলোয় পা রাখে, আর কয়েকটি দলের বিদায় নিশ্চিত। ফলে বাকি প্রায় সব দলই পরের রাউন্ডে ওঠা কিংবা অন্তত প্লে-অফে দ্বিতীয় সুযোগ তৈরির সমীকরণে ছিল। টুর্নামেন্টজুড়ে শুরুর সারিতে থাকা রিয়াল এদিনই ধরাটা খেলো। লিসবনের মাঠে ৩০ মিনিটে কিলিয়ান এমবাপে এগিয়ে দেওয়ার পর পরবর্তীতে বেনফিকার আক্রমণের দাপটে দিশেহারা হয়ে যায়। লস ব্লাঙ্কোসদের দুটি গোলই করেছেন ফরাসি তারকা এমবাপে। দ্বিতীয়ার্ধে তার করা গোলে রিয়াল ব্যবধান কমায়। নির্ধারিত ৯০ মিনিটে ৩-১ ব্যবধানে এগিয়ে পর্তুগিজ ক্লাবটি আগেই জয় প্রায় নিশ্চিত করে রাখে। ইনজুরি সময়ে রিয়ালের দুর্ভাগ্যে যুক্ত হয় দুটি লাল কার্ড। রাউল অ্যাসেন্সিও এবং রদ্রিগো গোয়েস মাঠ ছাড়ায় ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পায় মরিনিয়োর দল। শেষ পেরেকটা ঠোকেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি ট্রুবিন। গোলবার ছেড়ে এসে ফ্রি-কিকে তিনি হেড দিয়ে ৪-২ ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন। বল দখলে যদিও এগিয়ে ছিল রিয়ালই। ৫৩ শতাংশ পজেশনের পাশাপাশি ১৪ শটের ৬টি লক্ষ্যে ছিল। বিপরীতে ২২ শটের ১২টি লক্ষ্যে ছিল বেনফিকার। এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের তিনে থাকা রিয়াল এই হারে নয় নম্বরে নেমে গেছে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দল প্লে-অফ খেলে শেষ ষোলোর ৮টি স্লট পূরণ করবে। প্লে-অফের শেষ দল হিসেবেই বেনফিকা সেই সুযোগ বাঁচিয়ে রেখেছে।