বিশ্বকাপের ব্যস্ততা নেই, তাই ক্রিকেটারদের নিয়ে হচ্ছে ক্যাম্পে

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:২২ পিএম
বিশ্বকাপের ব্যস্ততা নেই, তাই ক্রিকেটারদের নিয়ে হচ্ছে ক্যাম্পে

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড় অবস্থানে থাকার ঘোষণা দিয়ে আসছিল শুরু থেকেই। পরে আইসিসি বোর্ড মিটিং করে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এরপরে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতে কোনোভাবেই খেলবে না টাইগাররা। যদিও আইসিসি সে আবেদনে সাড়া দেয়নি। তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল গত শনিবার সন্ধ্যায়। বলেছে, বাংলাদেশকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না সেক্ষেত্রে এই ফাঁকা সময়ে কী করবেন ক্রিকেটাররা। অবশ্য বেশ কিছু ক্রিকেটার নিজ শহরে অবস্থান করছেন, পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন। আগামী মাসে রয়েছে বিসিএল। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আরো একটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টার কথা জানা গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার জানা গিয়েছে আগামী রোববার থেকে জাতীয় দলে থাকা এবং জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। যা চলবে সপ্তাহখানেক ধরে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় নির্বাচন শেষে হয়তো মাঠে গড়াতে পারে বাকি টুর্নামেন্ট।