সীলগালা জেল জরিমানা

সরাইলে পলিথিন কারখানায় ইউএনও’র অভিযান

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০১:০৮ পিএম
সরাইলে পলিথিন কারখানায় ইউএনও’র অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন উৎপাদনের কারখানায় অভিযান করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। গত শনিবার বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকার ওই কারখানায় অভিযানকালে সীলগালা জেল জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে। নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, উপজেলার শাহবাজপুরের ভৈষামুড়া গ্রামের ওই কারখানাটি দীর্ঘদিন ধরে পলিথিন উৎপাদন ও বিপণন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে গত শনিবার বিকেলে ওই কারখানায় অভিযান চালান ইউএনও। এ সময় সাথে ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ। তারা প্রথমে কারখানাটি বন্ধ করে সীলগালা করে দেন। পরে কারখানার মালিক/ পরিচালক বিজয়নগর উপজেলার চান্দুরার মো. কামাল মিয়াকে আটক করেন। কৃত অপরাধের দায় স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে কামাল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন। পরে তিনি কারখানার কাজে ব্যবহৃত সকল মালামাল জব্দ করে সরাইল থানার জিম্মায় দিয়ে দিয়েছেন। 


আপনার জেলার সংবাদ পড়তে