সরিষাবাড়িতে এনআরসি ব্যাংকের ২৪৯ তম উপ-শাখার কার্যক্রম শুরু

এফএনএস (এ.এস.এম জুলফিকার রহমান; সরিষাবাড়ী, জামালপুর) : : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০৩:০০ পিএম
সরিষাবাড়িতে এনআরসি ব্যাংকের ২৪৯ তম উপ-শাখার কার্যক্রম শুরু

জামালপুরের সরিষাবাড়ীর পৌরসভার আরামনগর বাজারে তালুকদার প্লাজায় এনআরবিসি ব্যাংকের ২৪৯ তম উপ-শাখার ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়েছে। 

রবিবার (১২ জানুয়ারী) প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ২৪৯ তম উপ- শাখার উদ্বোধন করেন

সরিষাবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। 

ময়মনসিংহ ও নেত্রকোনা এনআরসিবি ব্যাংকের এভিপি ও এরিয়া ইনচার্জ নাহিদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আরামনগর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রনজু, থানার এস আই  সাইফুল ইসলাম,ব্যবসায়ী আব্দুল মালেক, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলার এরিয়া ইনচার্জ মাহাদী হাসান,পূর্বধলা শাখার শাখা প্রধান আল আমিন,সাংবাদিক মমিনুল ইসলাম কিসমত, ভিপি শহিদুল্লাহ, আরাম নগর বাজার উপ শাখার সাবব্রাঞ্চ ইনচার্জ মামুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নেত্রকোনা উপ শাখার ইনচার্জ সুমন পাল। এতে বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিশিষ্ট ব্যবাসায়ী সহ সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে ১০৯ শাখা ও ২৪৯ টি উপশাখা সহ ৭৫০ টির ও বেশি পয়েন্টে এন আর বি সি ব্যাংক সেবা দিয়ে এ ননতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরিষাবাড়ীতে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে