রাজশাহীর বাঘায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ৮ মামলার আসামী চপল আলীকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার আলাইপুর এলাকা থেকে ১৬১ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়েছে। চপল আলী আলাইপুর গ্রামের মৃত খামেদ আলীর ছেলে।
রাজশাহী র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চপল আলী দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে মজুদ রেখে ফেন্সিডিল ও হেরোইনের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ আভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। চপল আলী এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও হত্যাচেষ্টাসহ ৮টি মামলা রয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, চপল আলীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে র্যাব-৫ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।