ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।
প্রসঙ্গত: বিজ্ঞান মেলায় উপজেলার ১২ টি স্কুল, কলেজ ও মাদ্রাসার স্টল স্থান পেয়েছে।