বিনাবিচারে ক্রসফায়ারে নিহত টিপু ও কবিরের হত্যাসহ গুম-খুনের বিচারের দাবিতে সমাবেশের প্রস্তুতি সভায় শনিবার সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়ায় শ্রীমতি মাতিৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময় বিনাবিচারে ক্রসফায়ারের নামে মানুষকে হত্যাকান্ডের প্রতিবাদ করার সময় এসেছে। আগৈলঝাড়ার টিপু, কবির, সাগর ও গৌরনদীর ইলিয়াস, জামাল, ইমরানকে সরাসরি শেখ হাসিনা হত্যা করেছে। বিচার প্রক্রিয়া দেশে চলছে। আর্ন্তজাতিক আদালতের আইনে ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আমাদের দাবি তুলতে হবে, ভাই হত্যার বিচার আমরা চাই। সে জন্য ২১ ফেব্রুয়ারী টিপু ও কবিরের হত্যারদিনে আাগৈলঝাড়ায় প্রতিবাদ সমাবেশ করতে চাই। তারা এমনি এমনি বজ্রপাতে মারাজায়নি। তাদেরকে কেউনা কেউ গুলি করেছে। ক্রসফায়ারের নামে নাটক করা হয়েছে। তথা কথিত ক্রসফায়ারে নামে হত্যা কান্ডের বৈধতা দিয়েছেন তৎকালিন অফিস্যারেরা। এই কাজের সহয়তাকরেছে তৎকালিন রাজনৈতিক নেতারা। হত্যাকারে ক্রসফায়ারে নাটক সাজানোর জন্য সিদ্বান্ত দিয়েছেন তৎকালিন সরকারে প্রধান শেখ হাসিনা। এইসকল হত্যাকান্ড তদন্ত প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। আমরা দেশের সকল হত্যাকান্ডের বিচার দাবিতে ২১ ফেব্রুয়ারী আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে প্রতিবাদ সভা করা হবে।
জহির উদ্দিন স্বপন আরো বলেন, এই জনসমাবেশের মাধ্যমে সকল বিনা বিচারে ক্রসফায়ার নামে হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সকল হত্যাকান্ডের বিচারের দাবী করা হবে।
শনিবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা সদরে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক শিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে বিনাবিচারে ক্রসফায়ারে নিহত টিপু ও কবিরের হত্যাসহ গুম-খুনের বিচারের দাবিতে সমাবেশের প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়।
এসময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ন-আহবায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, সরোয়ার হোসেন মিয়া, এনায়েত খান মনু, কার্তিক চন্দ্র বেপারী ও সামচুল হক খোকনসহ প্রমুখ।
সভার পূর্বে শনিবার বিকেলে আগৈলঝাড়ার নগরবাড়ি গ্রামে বিনা বিচারে ক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতা টিপু ও শ্রমিকদল নেতা কবির হোসেনের কবর জিয়ারত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন।