দিঘলিয়ায় হার্ট এ্যাটাকে হজরত আলীর মৃত্যু নিয়ে নানা কথা

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০৮:০৭ পিএম
দিঘলিয়ায় হার্ট এ্যাটাকে হজরত আলীর মৃত্যু নিয়ে নানা কথা

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের দক্ষিণ চন্দনীমহল শালবন এলাকার হজরত আলী ওরফে নজরুলের মৃত্যু হয়েছে হার্ট এ্যাটাকে। এই মৃত্যুর ঘটনা নিয়ে একটা মহল পানি ঘোলা করার জোর চেষ্টা অব্যাহত রেখেছে।

নানা লোক নানা কথা প্রচারের চেষ্টা অব্যাহত রেখেছে। কেউ এ মৃত্যুর ঘটনাটাকে আইন প্রয়োগকারী সংস্থার দিকে ইঙ্গিত করছে। আবার কেউ বলছে এলাকার প্রতারক ও চাঁদাবাজ হলুদ সাংবাদিকদের নগ্ন থাবাই এ ঘটনা ঘটেছে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার গাজীরহাট, বারাকপুর, সেনহাটি ও দিঘলিয়া ইউনিয়নের বিভিন্ন জনপদে গত ৫ আগষ্ট ফ্যাসীবাদী সরকারের পতনের পর থেকে একটা প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় একটা সংঘবদ্ধ চাঁদাবাজদের দৌরাত্ম শুরু হয়েছে। যা এখনও চলমান আছে। এ চক্রের সাথে জড়িত রয়েছে বিভিন্ন এলাকার কথিত হলুদ সাংবাদিক। কখনও মোবাইলে, কখনও দুর্বল অবস্থাকে পুঁজি করে হাঁকিয়ে চলেছে মোটা অংকের টাকা। মোবাইলে হুমকি ধামকি এমনকি জমিজমা দখল বা পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়ে থাকে। দিঘলিয়ায় এমনি ঘটনায় জনৈক অপরাধীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। অতি সম্প্রতি গাজীরহাটে চাঁদাবাজি, হুমকি ধামকি ও মারধরের ঘটনায় ১১ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে দিঘলিয়া থানায়। জাকির মোল্যা নামক জনৈক আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যগণ।

গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের দক্ষিণ চন্দনীমহল শালবন এলাকার হজরত আলী ওরফে নজরুল (৪৫) নামক জনৈক ব্যক্তি হার্ট এ্যাটাকে মারা গেছে। সূত্র বলছে এলাকার জনৈক প্রতারক হলুদ সাংবাদিক তাদের একটা পারিবারিক কলহের জের ধরে তাকে আইন প্রয়োগকারী সংস্থার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবী করে। আর এই আতংকে সে হার্ট এ্যাটাক করেছে। অপর দিকে এলাকার একটা মহল এই ঘটনা উধোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেওয়ার মত অপপ্রয়াসে লিপ্ত রয়েছে বলে জানা গেছে। তারা এ মৃত্যুর জন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দায়ী করে প্রচারের চেষ্টা করছে। 

তবে এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, পারিবারিক কলহের জেরে তাদের নিজেদের মধ্যে বিরোধ হয়। তাদেরকে থানায় এসে অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। তারা কেউ থানায় আসেনি, যোগাযোগও করেনি। তবে কোনো কারণ ছাড়াও যে কোনো লোকের যে কোনো সময় হার্ট এ্যাটাক হতে পারে। ঘটনা তদন্ত করে দেখা হবে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে