ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী হাতিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
গতকাল রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, অভিভাবক জিয়াউর রহমান জিয়া, মোতালেব, শহীদুল্লাহ সর্দার, সেলিম মেম্বার, প্রফেসর বুলবুল খান প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীর্তির অভিযোগ করেন।