সৈয়দপুরে মাদক বিরোধী আলোচনা সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০৮:২৭ পিএম
সৈয়দপুরে মাদক বিরোধী আলোচনা সভা

আমরা মাদক মুক্ত সুস্থ জাতি চাই, এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে হিউম্যানিটি অফ সৈয়দপুর এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারি সন্ধ্যায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল ইসলাম আশরাফ। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি সাধারণ সম্পাদক শাহিন আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিনের পক্ষে উপস্থিত ছিলেন এসআই মোঃ মারুফ হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী একরামুল হক, হিউম্যানিটি অফ সৈয়দপুরের সভাপতি শাহাবাজ খান ও উপদেষ্টা আজিজুর রহমান প্রমুখ।

 সভায় মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলনেরর অংশ হিসেবে অভিভাবকদের নিয়ে বিভিন্ন পর্যায়ের মাদকের ক্ষতিকারক দিকগুলো আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে