কোটচাঁদপুরে দলীয় নেতাকর্মিদের মধ্যে ক্ষোভের আগুন

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ কুটক্তি

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৫, ০২:৪৭ পিএম
খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ কুটক্তি

সাবেক প্রধান মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ জনিত কারণে চিকিৎসার জন্য লণ্ডনে গেছেন। তার চিকিৎসা ও সুস্থতার বিষয়ে ইঙ্গিত পূর্ণ কটুক্তি করেছে বলে কোটচাঁদপুরের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে স্থানীয় থানায় ইতিমধ্যেই সাধারণ ডাইরী করেছেন থানা যুবদলের সদস্য সচীব মাহফুজুল আলম মামুন। বিষয়টি নিয়ে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করার জন্য কয়েক দফা অভিযান চালিয়েছে।

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে লণ্ডনের একটি ক্লিনিকে ভর্তি আছেন। তিনি চিকিৎসার উদ্দ্যেশে দেশ ত্যাগ করার পরপরই আকাশ হোসেন নামের ফেসবুক আইডি থেকে অসুস্থ বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে কুটক্তি করা হয়। আকাশ হোসেন কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রামের মদন মণ্ডলের ছেলে। ওই ছাত্রলীগ নেতা তার ফেসবুক পেজ-এ লেখেন, ফেরাউন উন্নত চিকিৎসা হতে যাচ্ছে, এটাই যেন শেষ যাত্রা, ইন্নালিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন, আমিন। এমন স্ট্যাটাস দেখার পর দলীয় নেতা কর্মিসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি টের পেয়ে আকাশ হোসেন ওই স্ট্যাটাসটি ডিলিট করে দেন। ততক্ষণে দলীয় নেতা কর্মিরা স্ক্রিনশট দিয়ে রাখেন। এ ঘটনায় কোটচাঁদপুর থানা যুবদলের সদস্য সচীব মাহফুজুল আলম মামুন স্থানীয় থানায় একটি সাধারণ ডাইরী করেন। মাহফুজুল আলম মামুন বলেন, সাবেক প্রধান মন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ জনিত কারণে উন্নত চিকিৎসার জন্য যখন লণ্ডনের উদ্দেশ্যে যাচ্ছেন তার পরপরই তাকে ইঙ্গিত করে ফেসবুকে এমন স্ট্যাটাস জঘন্যতম অন্যায়। আমরা জিয়া’র সৈনিক হয়ে বসে থাকতে পারি না। এদিকে কোটচাঁদপুর থানা পুলিশ আকাশ হোসেনকে ধরতে তার বাড়ীসহ বেশ কয়েক জায়গায় অভিযান চালালেও তাকে পুলিশ পাইনি। এ ঘটনার পর একাধীক দলীয় নেতা কর্মিরা নিজ নিজ ফেসবুক আইডিতে আকাশের ছবি দিয়ে লিখেছেন একে দেখা মাত্র গণ ধোলাই দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিন। জানা গেছে আকাশ হোসেন আওয়ামী পরিবারের সন্তান। তার চাচা শওকত আলী মাষ্টার নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও দীর্ঘদিন ধরে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ওই পরিবারের আরেক সদস্য আজগর আলী মেম্বার সাফদারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। অভিযুক্ত আকাশ হোসেন যশোর আব্দুর রাজ্জাক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ওই কলেজের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে সে রোষানল থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে আকাশের চাচা শওকত আলী মাষ্টার নিজে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি স্বীকার করে বলেন- আমার ভাইপো পাগলাটে ধরণের। সে ফেসবুকে এমন স্ট্যাটাস  দিয়ে ভুল করেছে। তাকে তোমরা বাঁচিয়ে নাও।

এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান- ফেসবুকে ইঙ্গিত পূর্ণ এমন স্ট্যাটাসের জন্য থানায় একটি সাধারণ ডাইরি হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আকাশ হোসেনকে ধরার। তাকে ধরতে পারলে এমন স্ট্যাটাসের উদ্দ্যেশ্যে জিজ্ঞাসা বাদে পরিস্কার হওয়া যেত। সেই সাথে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া যেত।

আপনার জেলার সংবাদ পড়তে