বিরামপুরে কৃষক সমাবেশ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৫, ০৩:০৪ পিএম
বিরামপুরে কৃষক সমাবেশ

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ন্যায় ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


রবিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দিওড় ইউনিয়নের বেপারীটোলা স্কুল মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।


কৃষক সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে  প্রায় কয়েক শতাধিক কৃষক উপস্থিত হোন।সেখানে কৃষকদের উদ্দেশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য কৃষকদের মাঝে পাঠ করে শোনানো হয়।


উপজেলা কৃষক দলের সভাপতি শাহানুর আলম মাস্টারের সভাপতিত্বে জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা,

বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর ইলাহী চৌধুরী, বিরামপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মেম্বার,ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহাগ মাহমুদ হৃদয়, সাধারণ সাংবাদিক রেজওয়ান আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।  কৃষক সমাবেশে স্বল্প মূল্য সার,বীজ যেনো পাওয়া যায় কৃষকরা সে বিষয়ে দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে