পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিএনপির উদ্যোগে দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার আহবায়ক অহিদুজ্জামান অহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন গাজীসহ নেতৃৃবৃন্দ। উপজেলা বিএনপির সদস্য আকতার হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অুনষ্ঠানে আলমগীর হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন সর্বাবস্থায় নিজ নিজ এলাকার অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো অসহায় মানুষ যেন কোনভাবে কষ্ট না পায়। তিনি বলেন বিএনপি দেশের সাধারন মানুষের জন্য রাজনীতি করে, সাধারন মানুষের কল্যাণার্থে রাজনীতি করে। অতএব দেশের সাধারন মানুষকে সব ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।
আলমগীর হোসেন জানিয়েছেন আজ সহস্রাধিক দুঃস্থের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের শুরু থেকে পিরোজপুর বিএনপি নেছারাবাদসহ সব উপজেলায় শীতবস্ত্র বিতরণ করে আসছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।