লোহাগড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা"

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৫, ০৬:৪০ পিএম
লোহাগড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা"

উপজেলা  পর্যায়ে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে  অডিটোরিয়ামে  সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রিয়াদ। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া উপজেলা প্রকৌশলী কাজী  আবু সাইদ মোঃ জসীম,  সরকারি লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদীউজ্জামান, বিএনপি নেতা মোঃ  টিপু সুলতান।

     সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধীক প্রতিনিধি কর্মশালায় অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে