জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০২:০৪ পিএম
জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাওয়ার লক্ষ্যে করা আপিলের তৃতীয় দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির তারিখ ২১ জানুয়ারি নির্ধারণ করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন।

শুনানিতে জামায়াতের পক্ষে অংশ নেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। শুনানিতে হাইকোর্টের রায়ের নথির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এর আগে ২০১৩ সালের ১ আগস্ট এক রায়ে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধনকে অবৈধ ঘোষণা করে। পরে নির্বাচন কমিশন ২০১৮ সালের ২৯ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করে। এর ফলে জামায়াত দলীয় প্রতীকে কোনো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারায়।

নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে জামায়াত হাইকোর্টে আপিল করলেও, ২০২৩ সালের নভেম্বর মাসে তাদের মূল আইনজীবী অনুপস্থিত থাকায় আপিল বিভাগ "ডিসমিস ফর ডিফল্ট" বলে আপিল খারিজ করে। তবে সম্প্রতি দলটি পুনরায় এই আপিল পুনরুজ্জীবিত করার আবেদন জানায়, যা গত বছরের ২২ অক্টোবর মঞ্জুর করা হয়।

জামায়াতের পক্ষের আইনজীবী ব্যারিস্টার এহসান সিদ্দিক বলেন, “হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খারিজ করা হয়েছিল। এখন আমরা ন্যায়বিচারের প্রত্যাশা করছি।”

অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, হাইকোর্টের রায় আইনসম্মত এবং এর ওপর আপিল মঞ্জুরের কোনো ভিত্তি নেই।

আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত শুনানির মাধ্যমে আদালত এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে