মুন্সীগঞ্জের সিরাজদিখানে মালখানগর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণ করেন মঙ্গলবার দিনব্যাপী কলেজ মাঠে বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের এডহক কমিটির সভাপতি ড. মো. আবু সাঈদ মিয়া। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহব্বত সাইফুল্লাহ ভুইয়ার সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, এডহক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান টিটু, খোরশেদ আলম শিশির, সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জরুল আলম, সহকারি প্রধান শিক্ষক মো. ফরিদ মিয়া, বিএনপি নেতা আজিজুল হক খান, দেলোয়ার হোসেন মোল্লা, কলেজ পরিচালনা পর্ষদের সাবেক প্রতিনিধি হারুন মোল্লা, হাই স্কুল পরিচালনা কমিটির সাবেক প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ, শাজাহান সিরাজ প্রমুখ।