পুঠিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে

কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৭:১২ পিএম
পুঠিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে
রাজশাহী পুঠিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করার অভিযোগ উঠেছে। কিন্তু একটি প্রভাবশালী মহল ধর্ষণ চেষ্টার অভিযোগটি থানায় না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে বলে ভুক্তভোগী বলছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ৯ জানুয়ারি সকালে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। ১৪ জানুয়ারি ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় অভিযোগটি দিয়েছেন। কিন্তু অদ্যবধি থানা পুলিশ কোনো রকম পদক্ষেপ গ্রহন করেননি। ভুক্তভোগী নারি জানায় আসামী তার প্রতিবেশী। তিনি আরো বলেন, স্বামী প্রায় চারবছর যাবত ধরে সৌদি আরবে থাকেন। তার তিনটি সন্তান নিয়ে সে স্বামীর বাড়ীতে বসবাস করে আসছেন। কিছুদিন যাবব উক্ত আসামী তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। লোকলজ্জার ভয়ে কাউকে বিষয়টি বলেনি। ৯ জানুয়ারি সকালের দিকে তার তিন ছেলে বাড়ি থেকে কাজে চলে গেলে, তিনি নিজ বাড়ীর পূর্বপাশে রান্নাঘরে কাজ করছিলেন। বাড়ীতে একা থাকার সুযোগে আসামি ভুক্তভোগীর বাড়ীতে প্রবেশ করে তাকে পিছন থেকে জাপটে ধরে ধর্ষণ করার চেষ্টা করে। আমার চিৎকারে অভিযুক্ত মোজাফফর দৌড়ে পালিয়ে যায়। ধর্ষণ চেষ্টার সময় ওই এলাকার সোহাগী (৬০) এবং আলাউদ্দিন (৫৫) সহ আরো অনেকে এগিয়ে এসে অভিযুক্ত মোজাফফর ভুক্তভোগী নারীর বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যেতে অনেকেই দেখেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বিএনপি নেতা বলেন, শুক্রবারে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতিত্বে আমরা স্থানীয়ভাবে একটি শালীসবৈঠক করি। তবে সেই শালিকবৈঠকের দেওয়া সিদ্ধান্ত অভিযুক্ত আসামি মেনে নেয়নি। পরে ভুক্তভোগী ওই শালিক বৈঠকে জনসমক্ষে বিষ পান করবেন বলে জানালে, আমরা তাকে থানা পুলিশের সহযোগিতা নিতে বলি। ভুক্তভোগী নারীর অভিযোগ একটি প্রভাবশালী মহল ধর্ষণ চেষ্টার অভিযোগটি থানায় না নেওয়ার জন্য থানা পুলিশকে চাপ সৃষ্টি করে আসছেন। তাই থানা এখনো পর্যন্ত মামলা হিসাবে গ্রহন করেনি। তবে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত বাড়িতে গেলে তিনি আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। উক্ত বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে