ঝিকরগাছায় তারুণ্যের উৎসব শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৩ পিএম
ঝিকরগাছায় তারুণ্যের উৎসব শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের পৃষ্ঠপোষকতায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসব পালিত হচ্ছে।

৪র্থ দিনে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন স্টলে উপস্থাপিত প্রকল্পের মূল্যায়ন, স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী, তারুণের উৎসব উপলক্ষ্যে কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াড ও পরিশেষে বিকালে উপজেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।

মঙ্গলবারের (১৪ জানুয়ারী) সকাল ০৯ টায় উপজেলা পরিষদের মধ্যে সারাদিনের আয়োজনে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে প্রতিযোগি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। তারুণ্যের উৎসবে উপজেলা পর্যায়ে আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকারের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. উম্মে শারমিন আক্তার।

বিশেষ অতিথি ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ সুরমান আলী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মৌসোনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) টি, এম মেসবাহ উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে