বকশীগঞ্জে স্থানীয়দের সাথে বিজিবির অবহিতকরণ ও মতবিনিময়

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৫ পিএম
বকশীগঞ্জে স্থানীয়দের সাথে বিজিবির অবহিতকরণ ও মতবিনিময়

সীমান্তে বর্তমান বিরজমান পরিস্থিতি নিয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর বিওপি পর্যায়ে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দাদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ী বাজারে মঙ্গলবার বিকালে ওই সভার আয়োজন করে সাতানীপাড়া বিজিবি ক্যাম্প।

সভায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ মাদক পাচার ও গরু চোরাচালানের সাথে জড়িত না হওয়া। শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যান্তরে ঘাস কাটা,ফসল বিনষ্ট করা, ফসল কাটা,গবাদি পশু চড়াতে না যাওয়া, বিএসএফ ও ভারতীয় নাগরিকের সাথে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন, অশ্লীল ভাষা ব্যবহার ও টহল দলের উপর ইট পাথর নিক্ষেপ না করা,সন্ধ্যার পর কোন অবস্থাতেই সীমান্ত এলাকায় গমন না করা, মায়ানমার নাগরিক যাতে কোনভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকাসহ নানা নির্দেশনা  দেয়া হয়। সভায় বক্তব্য রাখেন সাতানীপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার টিপু সুলতান, সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক। সভায় স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক,গণ্যমান্য ব্যক্তিবর্গ,ব্যবসায়ী,ইমাম ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে