মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ এএম
মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজ থেকে দেশের বিভিন্ন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের  সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সকালে কলেজ হলরুমে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়। সহযোগী অধ্যাপক মোঃ নাজমুল হুদার  সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ। অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন মিঞা, সহযোগী অধ্যাপক আকতার হোসেন, মোঃ জাহাঙ্গীরুল ইসলাম ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আক্তারুজ্জামান প্রমূখ। প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ বলেন, এ বছরও আমাদের কলেজ থেকে শিক্ষার্থীরা মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। আমরা চাই আগামীতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা ধরে রাখুক। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে