তারুন্যের উৎসব-২০২৫

বাগাতিপাড়ায় বিজ্ঞান অলিম্পিয়াড

এফএনএস (মোঃ মঞ্জুরুল আলম মাসুম; বাগাতিপাড়া, নাটোর) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৩ পিএম
বাগাতিপাড়ায় বিজ্ঞান অলিম্পিয়াড

নাটোরের বাগাতিপাড়ায় ৫১ দিন ব্যাপী চলমান তারুন্যের উৎসব-২০২৫ এর ১৬ তম দিনে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন ও বড়াল সভা কক্ষে পৃথকভাবে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও আইসিটি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। অলিম্পিয়াডে স্কুল পর্যায়ের ৩৩ জন এবং কলেজ পর্যায়ের ২১ জন মেধাবী শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিকালে একই বিষয়ে স্কুল ও কলেজ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি সাত্তার, সহকারি শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে