জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ১০:৫১ এএম
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন খালেদা জিয়া

সর্বোচ্চ আদালতের রায়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 'জিয়া অরফানেজ ট্রাস্ট' দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন। আজ ১৫ জানুয়ারি ২০২৫, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আদালত রায়ে উল্লেখ করেছেন, মামলাটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, যা খালেদা জিয়াসহ সব আসামির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর ফলে তারেক রহমানসহ পলাতক আসামিরাও খালাস পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এই মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন, যা পরে হাইকোর্ট ১০ বছরে বৃদ্ধি করে। আজকের আপিল বিভাগের রায়ে সেই সাজা বাতিল করা হলো।

আপনার জেলার সংবাদ পড়তে