সাতকানিয়ার হোমিও চিকিৎসক টেকনাফ হতে গ্রেপ্তার

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ১১:৩১ এএম
সাতকানিয়ার হোমিও চিকিৎসক টেকনাফ হতে গ্রেপ্তার

পারিবারিক বিরোধে সৎ ভাইকে হত্যার অভিযোগে সাতকানিয়ার এক হোমিও চিকিৎসককে টেকনাফ হতে গ্রেপ্তার করেছে জঅই-১৫.

গ্রেপ্তারকৃতের নাম আব্দুল মাবুদ (৩৬)। সে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহ মোহছেন ফকির পাড়ার মৃত নুরুজ্জামানের চতুর্থ পুত্র।

সে কেরানিহাট সিটি সেন্টারে অবস্থিত মাওলানা হোমিও সেন্টারের স্বত্বাধিকারী এবং কেরানিহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক খন্ডকালীন জুনিয়র শিক্ষক।

গতকাল জঅই এর একটি দল তাকে কক্সবাজারের টেকনাফ হতে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার ঢেমশা চৌধুরী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর প্রশান্ত কুমার ভৌমিক ধৃত আসামিকে সাতকানিয়া থানায় সোপর্দ করেছেন বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪/১১/২০২৪ তারিখ ভোর ৫ টা ১৫ মিনিটে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাবার সময় শাহ মোহছেন ফকির পাড়ার মৃত নুরুজ্জামানের দ্বিতীয় পুত্র আব্দুস সালাম (৫৭) কে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায় দুর্বৃত্তরা।

পরিবারের লকজন খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ১ ডিসেম্বর ২০২৪ দুপুর ১ টায় তিনি ইন্তেকাল করেন। ময়না তদন্ত শেষে পরদিন আছরের পর দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় ৪ ডিসেম্বর সাতকানিয়া থানায় মামলা দায়ের হয়।

ঘটনার পর হতে নিহতের সৎ ভাই আব্দুল মাবুদ পলাতক ছিল।

গত শনিবার জাফর নামক একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। গতকাল প্রধান সন্দেহভাজন সৎ ভাই আব্দুল মাবুদ গ্রেপ্তার হলো।

নিহতের পুত্র কেরানিহাট বায়তুশ শরফ হোমিও ফার্মেসীর স্বত্বাধিকারী মোস্তাক আহমদ সঠিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ পূর্বক প্রকৃত তথ্য উদঘাটন করে সকল আসামিকে গ্রেপ্তার করে ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে