"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ১৩ ও ১৪ জানুয়ারী দুই দিনব্যাপী উপজেলা পরিষদ হল মিলনায়তনে এই মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলার মঙ্গলবার ছিলো এর শেষ দিন। মেলায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের তারুণ্যের চিন্তা চেতনার উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট প্রর্দশন করে। মেলায় ১৫টি স্টলে এসব প্রজেক্ট প্রদর্শন করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃঞ্চ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।